Skip to content
- এই অংশে শুধু উদ্যান ফসল অর্থাৎ ফুল ফল শাক সবজি সহ যাবতীয় উদ্যান ফসলের চাষাবাদ পদ্ধতি এবং সেগুলোর ওয়ার্ড ফাইল এবং নান্দনিক পাওয়ার পয়েন্ট কপি এখানে পাবেন। আশা করছি এগুলো আপনার ইচ্ছেমত কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন।প্রথমে সংক্ষিপ্ত বর্ণনা পাবেন ,পরে আপনার পছন্দ হলে সেটার সাথে সংশ্লিষ্ট ওয়ার্ড ফাইল বা পাওয়ার পয়েন্ট এবং ভিডিও ফাইল পাবেন।
- …………………………………………………………………………………………………
- অত্রসাথ সংযোজিত বিষয়সমূহ:
- আমের বিভিন্ন জাত পরিচিত:এখানে প্রায় শতাধিক দেশি বিদেশি এবং হাইব্রীড আমের জাতের সম্পর্কে জানা যাবে এবং বেশ কিছু সুন্দর ছবিও দেয়া হয়েছে। জাত পরিচিতি সম্পর্কে জানতে নিচের ফাইলটি দেখুন:
- আমের বিভিন্ন রকমের জাত সমূহ
- ব্যানানা আম ও গৌড়মতি আম: বেশ কয়েক বছর যাবত গোটা দেশ মাতিয়ে চলেছে সাগর কলার মত দেখতে ব্যানানো আম এবং খুবই দেরিতে পাকে আরেকটি আম গৌড়মতি। নিচের ওয়ার্ড ফাইল থেকে এই দুটো আম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
- ব্যানানা আম ও গৌড়মতি আম
- আমের চাষ পদ্ধতি ও পরিচর্যা: আদর্শ উপায়ে কিভাবে আমের চারা গাছ লাগানো যায় এবং কিভাবে আম বাগান পরিচর্যা সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যাবে, এই প্রতিবেদন থেকে। নিচের লিঙ্কে যেয়ে ওয়ার্ড ফাইলটি দেখুন:
- আমের চাষ পদ্ধতি ও পরিচর্যা
- আমের পোকামকড় ও রোগবালাই দমন: আমের পোকা মাকড় এবং রোগবালাইয়ের দমন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে নিচের ফাইলটি থেকে।
- আমের পোকা মাকড় ও রোগ বালাই দমন
- আম সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা: আম কখন কিভাবে গাছ থেকে পাড়তে হয় এবং কি কি ধরনের ব্যবস্থা নিলে আম সহজে পঁচে যাবে না; এ ব্যাপারে বিস্তারিত জানার জন্যে নিচের ফাইলটি দেখুন।
- আম সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা
- ———————————————————————————–
- আধুনিক পদ্ধতিতে কাঁঠাল চাষ: কাাঁঠাল চাষের যাবতীয় খুঁটিনাটি এখানে পাবেন। রোগ বালাই পোকা মাকড় দমন থেকে শুরু করে ফল না ধরা কারণ সবকিছুর সচিত্র বিবরণ এখানে তুলে ধরা হয়েছে। বিস্তারিত জানতে চাইলে নিচের ওয়ার্ড ফাইলটি দেখুন।
- আধুনিক পদ্ধতিতে কাঁঠাল চাষ
- ————————————————————————————-
- আধুনিক পদ্ধতিতে কুল চাষ: কুল চাষের যাবতীয় খুঁটিনাটি এখানে পাবেন। রোগ বালাই পোকা মাকড় দমন থেকে শুরু করে ফল না ধরা কারণ সবকিছুর সচিত্র বিবরণ এখানে তুলে ধরা হয়েছে। বিস্তারিত জানতে চাইলে নিচের ওয়ার্ড ফাইলটি দেখুন।
- আধুনিক পদ্ধতিতে কুল চাষ
- ————————————————————————————–
- আধুনিক পদ্ধতিতে পেয়ারা চাষ: পেয়ারা চাষের যাবতীয় খুঁটিনাটি এখানে পাবেন। রোগ বালাই পোকা মাকড় দমন থেকে শুরু করে ফল না ধরা কারণ সবকিছুর সচিত্র বিবরণ এখানে তুলে ধরা হয়েছে। বিস্তারিত জানতে চাইলে নিচের ওয়ার্ড ফাইলটি দেখুন।
- আধুনিক পদ্ধতিতে পেয়ারার চাষ
- —————————————————————————————–
- আধুনিক পদ্ধতিতে লিচু চাষ: লিচু চাষের যাবতীয় খুঁটিনাটি এখানে পাবেন। রোগ বালাই পোকা মাকড় দমন থেকে শুরু করে ফল না ধরা কারণ সবকিছুর সচিত্র বিবরণ এখানে তুলে ধরা হয়েছে। বিস্তারিত জানতে চাইলে নিচের ওয়ার্ড ফাইলটি দেখুন।
- আধুনিক পদ্ধতিতে লিচুর চাষ
- —————————————————————————————