ধর্মীয় লেখালেখি

  • আমার নিজস্ব একটা ধর্মীয় বিশ্বাস আছে। সেটা বিজ্ঞান এবং মনস্ততাত্বিক যুক্তি নির্ভর বিশ্বাস।  আমি যতটা ধর্ম করি, সেটার অনেক কিছুই বুঝে করি এবং আমার বুঝটা বিজ্ঞান ও যুক্তি নির্ভর।এ ব্যাপারে আপনারা আমার লেখাগুলোর উপরে চোখ রাখুন।আবার ধর্মে যারা বিশ্বাস করেনা, সেইসব নাস্তিকদেরও বেশ কিছু যুক্তি রয়েছে। ধর্মীয় বিশ্বাস এবং বিপরিতভাবে নাস্তিকতাবাদ নিছকই যাদের স্ব স্ব বিশ্বাসের ব্যাপারে, এসব নিয়ে তর্কে জড়িত হওয়া কোন বুদ্ধিমানের কাজ নয়। যে যার বিশ্বাস নিয়ে থাকুন, সেটাই আমার প্রত্যাশা। যদি আমার এই লেখা কারুর ভাল লাগে খুশি হবো, আর আপনি আমার সাথে সহমত পোষণ না করলে প্লিজ ক্ষমা করবেন।
  • সৃষ্টির মাঝেই স্রষ্টার অস্তিত্ব১;মহাবিশ্বের প্রাকৃতিক বস্তুসমূহ অদৃশ্য সকল সত্ত্বাই সবচে বেশী মূল্যবান!!(৩০.০৬.২০১৬): …………পৃথিবীতে বিজ্ঞানীরা আজতক অনেক কিছু আবিষ্কার করেছেন, এরমধ্যে প্রাকৃতিকভাবে সৃষ্ট মানব দেহের ইঞ্জিনের মত সপিসটেকেটেড ইঞ্জিন বোধকরি আর একটাও পাওয়া যাবে না। …………………..পৃথিবীতে মানুষ অনেক কিছু আবিষ্কার করেছেন কিন্তু কৃত্রিমভাবে কোন খাবার তৈরি করতে শেখেনি।আজও খাবারের জন্যে মানুষকে নির্ভর করতে হয় প্রাকৃতিক উৎস মাটি ,পানি ও সূর্যের উপরে।……..আজও পৃথিবীতে মানব বিধ্বংসী যত ক্ষেপণাস্ত্র আছে তাঁর মধ্যে সবচে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো ভূমিকম্প, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, যার সবই প্রাকৃতিক এবং এসবের কাছে মানুষ সৃষ্টি পৃথিবীর শক্তিশালী মারণাস্ত্র একেবারেই অসহায়!………এ ব্যাপারে আমার আরো যুক্তিগুলো জানতে নিচের ফাইলটি দেখুন……
  • সৃষ্টির মাঝেই স্রষ্টার অস্তিত্ব্। অদৃশ্য ও প্রাকৃতিক মূল্যবান বস্তু
  • ==================================
  • সৃষ্টির মাঝেই স্রষ্টার অস্তিত্ব-২;‘মহাবিস্ফোরণ’ ও ‘কৃষ্ণ গহবর’ থিওরীর মাঝেই রয়েছে আল্লারপাকের অস্তিত্ব!(২৩.০৭.২০১৬): বিভিন্ন বৈজ্ঞানিক যুক্তির আলোকে মহাবিস্ফোরণ ও কৃষ্ণ গহবরের মাঝে যে আল্লার অস্তিত্ব নিহিত রয়েছে সেটা বোঝানো হয়েছে। এখান থেকে ‘মহাবিস্ফোরণ’ ও ‘কৃষ্ণ গহবর’ সম্পর্কে সহজ তথ্য জানা যাবে।….এ ব্যাপারে আমার একান্ত যুক্তিগুলো জানতে নিচের ফাইলটি দেখুন……
  • মহাবিস্ফোরণ ও কৃষ্ণ গহবর ও আল্লার অস্তিত্ 23 July 2016
  •