- আমার স্ত্রী শাহানারা বেগম শেলী; বাবার নাম: মরহুম সৈয়দ আবু সাঈদ, মাতা: আনোয়ারা বেগম, গ্রাম ও ডাকঘর: সিদ্ধিপাশা, উপজেলা: অভয়নগর, জেলা: যশোর। রাজশাহী বিশ্ববিদ্যলয় থেকে ১৯৮৪ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষে করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে সহকারি পল্লী উন্নয়ন অফিসার হিসেবে চাকুরি জীবন শুরু করেন। বর্তমানে উপপরিচালক হিসেবে মাগুরা জেলা দপ্তরে কর্মরত।
- সবে আমাদের বৈবাহিক জীবনের তিন দশক পূর্ণ হয়েছে; সুতরাং তিন দশকের মূল্যায়নে আমার স্ত্রী
- স্বামী সন্তান সংসারের প্রতি খুব যত্নশীল;
- তার মধ্যে কখনো কোন অনৈতিকতার তিল পরিমাণ লক্ষ্য করিনি
- লোক লৌকিকতায় তার জুড়ি নেই।
- মানুষজন আপ্যয়নে সিদ্ধহস্ত।
- চাকুরিতে খুবই ত্যাগী, ফলে পুরস্কৃত হয়েছে, স্থানীয় ও জাতীয়ভাবে;মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর কাছ থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছে এবং সেটার স্বীকৃতিস্বরূপ থাইল্যাণ্ডে শিক্ষা সফর করেছে
- ধর্মভীরু
- ভীষণ পরোপকারীও বটে!
- এক কথায় একজন গুণবতী মানুষ।
- শাহানারা বেগম:একটি বাড়ি একটি খামার প্রকল্পের কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে, মহিলা বিভাগে দেশের সেরা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ২০১৩ সালের ০৯ অক্টোবরে।ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলেন কেন্দ্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়।শাহানারা বেগম যশোর জেলার অভয়নগর উপজেলার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হিসেবে কর্মকালীন সময়ে এই বিরল সম্মানে ভূষিত হন।পুরস্কার গ্রহণের সেই ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ভিজিট করুন।
- https://youtu.be/Y3tMUP8v1fc
শাহানারা বেগম ও ড. আখতারুজ্জামান