- কৃষিবিদ ড. মো. আখতারুজ্জামান
- PhD(Entomology); BCS Agriculture (8th Batch)
- সাবেক মহাপরিচালক
- জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
- ইমেইল:akhtar62bd@gmail.com
যোগ্যতা ও দক্ষতা:
- এসএসসি(বিজ্ঞান)১৯৭৮, প্রথম বিভাগ, কুষ্টিয়া জেলা স্কুল, কুষ্টিয়া।
- এইচএসসি(বিজ্ঞান)১৯৮০, প্রথম বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।
- বি.এসসি.এজি(অনার্স),১৯৮৪, দ্বিতীয় শ্রেণী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ;
- এম.এসসি(এজি)কীটতত্ব,১৯৮৫, প্রথম শ্রেণি,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ;
- ১৯৮৬ সালের ৮ম বিসিএস পরিক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে বিসিএস(কৃষি) ক্যাডারের সদস্য হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, মোল্লাহাট উপজেলা অফিসে বিষয়বস্তু কর্মকর্তা হিসেবে যোগদান করেন ২০.১২.১৯৮৯ তারিখে।
- সরকারি বৃত্তিতে, যুক্তরাজ্যের রেডিং বিশ্ববিদ্যালয়ের কারিগরী ও প্রশিক্ষণ সহায়তায় ১৯৯৯ সালে, গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শশা জাতীয় ফসলের মাছি পোকার সমন্বিত বালাই ব্যবস্থাপনার উপরে গবেষণা করে কীটতত্ত্ব বিষয়ের উপরে ডক্টর অব ফিলসফি(PhD) ডিগ্রী অর্জন ।
- তিন দশকের অধিক সময় যাবত কৃষি সেক্টরের বিভিন্ন শাখায় মাঠ ফসল , উদ্যানতাত্বিক ফসল, উদ্ভিদ সংগনিরোধ প্রভৃতি অঁচলে কাজ করার অভিজ্ঞতা ;
- মাশরুমের উপরে দেশ বিদেশে উচ্চতর প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা ;
- চুয়াডাঙ্গা জেলার দর্শনা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে ৫ বছরের অধিক সময় সংগনিরোধ কীটতত্ববিদ হিসেবে কাজ করার অভিজ্ঞতা এবং এতদ্সংক্রান্ত ও আন্তর্জাতিক আইন ও বিধিবিধান সম্পর্কে সম্যক ধারনা;
- সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়নী সহযোগি সংস্থা ও সরকারি বিশ্ববিদ্যালয়ে গেস্ট স্পীকার হিসেবে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে নিম্নোক্ত বিষয়ের উপরে ফলপ্রসূ প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতা রয়েছে: (১)শস্য উৎপাদন প্রযুক্তি; (২) ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা; (৩)খাদ্য ও পুষ্টি; (৪) বাজার ব্যবস্থাপনা; (৫) এগ্রিকালচার ভ্যালু চেইন; (৬) জলবায়ু পরিবর্তন; (৭) বীজ উৎপাদন প্রযুক্তি ও বীজ প্রত্যয়ন ; (৮) জেণ্ডার বৈষম্য (৯) সামাজিক সমতা; (১০) নারীর ক্ষমতায়ন (১১) তথ্য প্রযুক্তি ইত্যাদি।
- কৃষি, তথ্য প্রযুক্তি, মাদকাসক্তের ভয়াবহতা, মানব স্বাস্থ্য প্রভৃতি বিষয়ে দেশে বিদেশে মূখ্য আলোচক হিসেবে সেমিনার সিম্পোজিয়াম পরিচালনা করার বাস্তব অভিজ্ঞতা;
- স্বল্প সময়ের মধ্যে যেকোন বিষয়ের উপরে চমৎকার নিবন্ধ তৈরির দক্ষতা;
- কৃষি বিষয়ক গবেষণা কাজ পরিচালনা ও অভিসন্দর্ভ লেখার দক্ষতা;
- খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরিচালনা (বিভাগীয় অনুমতি সাপেক্ষে, অতিথি বক্তা হিসেবে, ছুটির দিনে) পরিক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র নিরীক্ষণ ও রিসার্চ সেলের রিভিউয়ার হিসেবে কাজের অভিজ্ঞতা;
- দেশ বিদেশের একাধিক বিজ্ঞান সাময়িকীতে তাঁর বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশিত ও প্রশংসিত হয়েছে;
- বাংলা ও ইংরেজী ভাষায় দক্ষতা ;
- কৃষি বিষয়ে দেশ ও বিদেশ (যুক্তরাজ্য, চায়না ও ইন্দোনেশিয়া) থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন ও জ্ঞানার্জন;
- ২০১৯ সালে থাইল্যাণ্ড ও ভারতে অনুষ্ঠিত দু’টি আন্তর্জাতিক সেমিনারে (যথাক্রমে: The 6th International Conference on Agriculture :AGRICO 2019 ও International Seminar on Agriskills For Convergence In Research, Industry and Livelihood :ACRIL ) কৃষি বিষয়ক নিবন্ধ উপস্থাপন করত: ভীষণভাবে প্রশংসিত
- অফিস ও স্টাফ ম্যানেজমেন্টের অভিজ্ঞতা;
- সুসম্পর্ক বজায় রেখে যেকোন বিষয়ে মানুষ উদ্বুদ্ধকরণের অভিজ্ঞতা;
- তথ্য প্রযুক্তি বিষয়ে (MS word, MS excel, photo & video editing, Ms PowerPoint, internet browsing, hardware and troubleshooting) ভাল দখল রয়েছে;
- কঠির পরিশ্রমী, বহুমুখী পরিবেশে অভিযোজন ক্ষমতা; প্রতিকূল পরিবেশে সহজভাবে কাজ করার অভিজ্ঞতা ।
- সুসজ্জিত ব্যক্তিগত তথ্যভাণ্ডারে ও নিজ্স্ব কম্পিউটারে সুসজ্জিতভাবে বিন্যস্থ রয়েছে পুরানা ও হাল আমলের দুর্লভ সব ডকুমেন্টারি;
- অত্যন্ত পরিকল্পিত ,সুশৃঙ্খলিত ও প্রগতিশীল ঘরানোর ইতিবাচক মানুসিকতা পোষণকারী এই মানুষটি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থেকে এখন অব্দি কঠোর পরিশ্রম করে চলেছেন।
@ বিশেষায়িত ক্ষেত্র:
- রোগ পোকা মাকড় ব্যবস্থাপনা(আইপিএম ও উদ্ভিদ সংনিরোধ)
- উদ্যান ফসল(ফুল ও মাশরুম) ও মাঠ ফসল
- হাইটেক প্রশিক্ষণ পরিচালনা;
- বিষয়ভিত্তিক মূখ্য আলোচনা;
- বীজ উৎপাদন প্রযুক্তি, বীজ আইন ও বীজ প্রত্যয়ন;
- সৃজনশীলতা ইত্যাদি।
প্রত্যাশা:
- যোগ্যত্য ও দক্ষতার সাথে সংগতিপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করে দেশ ও জাতির জন্যে জনস্বার্থে কাজ করা।