Skip to content
- সেই ছোটবেলা থেকে আমি খুব গোছানো মানুষ, ফলে আমার সংগ্রহশালায় অনেক কিছু সংরক্ষিত আছে। আমার সংগ্রহশালায় সংরক্ষিত বিষয় সমূহের সাথে এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দেব।
- আমি ছোটবেলায় থেকেই বেশ গোছালো একজন মানুষ।সেই ধারাবাহিকতা আমার জীবনের এখন অব্দি বহমান রয়েছে। আমার বাসায় যা কিছু আছে তার সবই সুবিন্যস্থ। একইভাবে আমার অফিসের সবকিছুও বেশ করে সাজানো রাখতে চেষ্টা করি। আমার সংগ্রহে যা কিছু আছে, সেটা কেউ জানতে চাইলে ৪/৫ মিনিটের মধ্যে সেটা বের করে দিতে পারি। আমি নিশ্চিত আপনারা চেষ্টা করলে আমার মত করে অনেক কিছুই বিন্যস্থ করে রাখতে পারবেন। আমার সংগ্রহশালার সকল ধরনের তথ্য উপাত্ত ও ডকুমেন্ট এখন কম্পিউটারে এবং অনলাইনে সংরক্ষণের চেষ্টা করছি।আমার সংগ্রহে যা কিছু আছে, মোটাদাগে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
- বইয়ের সংগ্রহশালা: বিভিন্ন ধরনের কয়েকশত বই আমার সংগ্রহে আছে। বইগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে সাজানো আছে। এসব ক্যাটাগরি হচ্ছে: কৃষি বিষয়ক বই(কৃষির মধ্যে আবার সাব ক্যাটাগরি করা আছে); উপন্যাস ও গল্প; জীবনী গ্রন্থ; ধর্মীয় পুস্তক; বিবিধ পুস্তক ইত্যাদি।
- পত্র পত্রিকা ও ম্যাগাজিন: এসবের মধ্যে আবার দুটি ক্যাটাগরি আছে, যেমন: কৃষি বিষয়ক ও সাধারণ।
- সাধারণ পত্রিকার কাটিং।
- সমূদয় চিঠির সংগ্রহ(কয়েক হাজার চিঠি আছে খাম সহ)।
- ফটো এ্যালবাম ( কয়েক হাজার প্রিন্ট করা ছবি)।
- প্রাত্যাহিক ডাইরীর সংগ্রহ: ১৯৮২ সাল থেকে অদ্যাবধি রোজনামচা লিখিত ডাইরী।
- বিভিন্ন কাগজপত্র সম্বলিত ফাইল সমূহ:
- আমার অফিস ফাইল
- গুরুত্বপূর্ণ নথি
- আমার স্ত্রীর অফিস ফাইল
- আমার ছেলের ফাইল
- আমার মেয়ের ফাইল
- সকল ডাক্তারী প্রেসক্রিপশন ফাইল (পরিবারের সকল সদস্যদের)
- কৃষি বিষয়ক ফাইল
- তথ্য প্রযুক্তি বিষয়ক ফাইল
- বিবিধ ফাইল ইত্যাদি