জীবন খাতার স্মৃতির পাতায়

প্রতিটি মানুষের জীবন খাতার প্রতি পাতায় জড়িয়ে থাকে সুখ দুঃখের স্মৃতিতে ভাস্বর তাদের স্ব স্ব জীবন। বয়স বাড়ার সাথে সাথে সেই স্মৃতির পাতা ভারি হয়। কিছু পুরানা স্মৃতিতে ধুলো ময়লার আস্তরণ পড়ে সেটা ফিকে হতে থাকে। কিছু স্মৃতি স্ব মহিমায় আলোকিত থাকে জীবনের শেষদিন অব্দি। স্মৃতিময় বর্ণাঢ্য জীবনের সাথে জড়িয়ে থাকে সুখ দুঃখ আনন্দ বেদনা আর হাসি কান্নার কথকতা! কতক সুখ স্মৃতি মনে পড়তেই মনের মধ্যে নিজের অজান্তেই এক আনন্দের ফল্গুধারা বইতে থাকে। অনেক দুঃখ স্মৃতি কাল পরিক্রমায় সুখ স্মৃতিতে পরিবর্তিত হয়।  মানব মস্তিষ্কের নিউরন তরতাজা থাকা অব্দি কিছু স্মৃতি জ্বালা ধরায়। স্মৃতিকথার রয়েছে এমনি নানান ধরনের রকমফের । তারপরেও সময় যত প্রলম্বিত হয়, মানুষ  নস্টালজিক হয়ে পড়ে, স্মৃতিকথা ততই হৃদয়তন্ত্রীতে এক অনুরণনের ঝঙ্কারে ঝঙ্কিত হয়। স্মৃতিকথার শাখা প্রশাখার সাথে মিশে থাকে আরো ছোট ছোট অনেক টুকরো স্মৃতি, যার আবেদনও কিন্তু কম নয়। প্রতিটি মানুষের জীবনের টার্নিং পয়েন্টের সাথে জড়িয়ে থাকে ছোটবড় সব স্মৃতিকথা।তেমনি আমার জীবনের সাথে একান্তভাবে জড়িয়ে থাকা এমন কিছু স্মৃতিকথার পসরা সাজিয়ে আপনাদের জন্যে নিবেদন করলাম  “জীবন খাতার স্মৃতির পাতায়” নামক কলামটি। আমি বিভিন্ন সময়ে ফেসবুকে বেশ কিছু স্মৃতিচারণ মূলক নিবন্ধ লিখেছি, যেগুলো মূলত: নির্দিষ্ট বিষয় বা ঘটনা কেন্দ্রিক; সেসব কাহিনীর সাথে আরো কিছু সংযোজন বিয়োজন করে আমি ধারাবাহিকভাবে আমার এই কলামের লেখা সম্পন্ন করতে চেষ্টা করবো।  এখানকার লেখাগুলো আমার আত্ম জীবনীর একটা অংশ হিসেবেও কাজ করবে। প্রিয় বন্ধুরা দয়া করে কিছুটা সময় আমার সাথেই থাকুন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার এ স্মৃতিকথা আপনার মন ও মননে ভিন্ন এক আবহের সৃষ্টি করবে।

এখানে যেসব বিষয়গুলো বিস্তারিতভাবে লেখা হবে সেগুলোর শিরোনাম নিচে দেয়া হলো:

★ শৈশবের স্মৃতিময় দিনলিপি

★ লালনধন্য জ্যোতির্ময় ছেঁউড়িয়া ও কুষ্টিয়া জেলা শহর 

 আলোকিত অভিযোজনের স্মৃতিকথা

★ স্মৃতিপটে মোল্লাহাট বাগেরহাট (আমার প্রথম কর্মস্থলের স্মৃতিকথা) 

★ বিলেতে যেমন ছিলাম 

★ চৈনিক সভ্যতার পাদপৃষ্ঠে আমার পদচিহ্ন

…………..অনুগ্রহপূর্বক কিছু সময় দিন। খুব শ্রীঘ্রই এই কলামের সাব কলামের তথ্যগুলো দেখতে পাবেন।………….