Skip to content
- আধুনিক কৃষির সব তথ্য উপাত্ত এখানে থাকবে। কি কি থাকবে সে ব্যাপারে জানতে এই মেনুর সাবমেনু গুলোতে চোখ রাখুন।
- সবচে বড় কথা আমার জীবনে কৃষি বিষয়ক অনেক তথ্য উপাত্ত ও ভিডিও আমার সংগ্রহে আছে। আমার চাকুরি জীবনের শেষের দিকে এসব তথ্য উপাত্তের সবকিছু আমার প্রিয় বন্ধুদের জন্যে শর্ত ত্যাগ করে রেখে যাচ্ছি । আমার সংগ্রহকৃত এবং সংকলিত বিশাল আকারের তথ্য উপাত্ত যদি আমার বন্ধুদের কাজে লাগে তাহলে আমার উদ্দেশ্য সার্থক হবে। আমার বিশ্বাস, সুজন পাঠকেরা আমার সংকলিত এসব তথ্য উপাত্ত থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। যেহেতু আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন কৃষিবিদ, সুতরাং আমার অর্জিত এবং লব্ধ জ্ঞান আমার ভেতরে রেখে কি লাভ? তাই জনগণের জন্যে সেটা উন্মুক্ত করে দিলাম। আমার বিশ্বাস কৃষির সাথে সম্পৃক্ত যে কেউ আমার এখানে সংকলিত আপডেট তথ্য থেকে অনেকখানি উপকৃত হবেন। প্লিজ আমার সাথেই থাকুন।বিস্তারিত জানতে এই মেনেুর অধীন সাবমেনুগুলো দেখুন।