আমার পুত্র শেখ শানানুজ্জামান অংকন।
শানানুজ্জামান অর্থ অদৃষ্টে পরিতৃপ্ত আর অংকন মানে ওর জন্মের আগে ওর একটা কল্পিত ছবি আমাদের মনের মধ্যে আঁকা ছিল তাই ওর ডাকনাম অংকন। অংকন আমাদের প্রথম সন্তান তাই সে আমাদের খুব প্রিয়। ছোটবেলা থেকেই সে ভীষণ মেধাবী;তবে খুব কম পড়ালেখা করে সে এ পর্যন্ত এসেছে। ২০০৯ সালে অংকন যশোর জেলা স্কুল থেকে এসএসসি(বিজ্ঞান) পাশ করে এরপর ২০১১ সালে যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এণ্ড কলেজ থেকে এইচএসসি (বিজ্ঞান) পাশ করে ঢাকা ধাণমণ্ডিস্থ University of Liberal Arts Bangladesh (ULAB) থেকে Media Studies & Journalism (MSJ) বিষয়ে গ্রাজুয়েশন করে বর্তমানে BRAC Institute of Educational Development এ সিনেমাটোগ্রাফার হিসেবে ঢাকাস্থ সদর কার্যালয়ে কর্মরত।চাকুরির পাশাপাশি Independent University of Bangladesh (IUB) এ মাস্টার্স এ অধ্যায়নরত।
ফটোগ্রাফি ,ভিডিও এডিটিং এ ওর বেশ দক্ষতা আছে। বাংলা ভাষা এবং ইংরেজি ভাষাতেও রয়েছে তার ভাল দখল। লেখালেখিতেও বেশ ভাল। সবচে বড় কথা ওর মধ্যে সৃজীনশীলতা আছে বেশ।