Whatever my mind says about this website! I was born in the early morning sixties of the last century on June 30, 1962 (according to the SSC certificate) in a remote village of Durbachara in Kushtia Sadar Upazila (sub-district), Bangladesh. I passed SSC (Secondary School Certificate) examination in Science from Kushtia Zilla (District) School in 1978 (Marks obtained: 71.3%); HSC (Higher Secondary Certificate) examination in Science from Kushtia Government College in 1980 (Marks obtained: 64.3%); B.Sc.Ag. (Hons) (Marks obtained: 56.7%) from Bangladesh Agricultural University Mymensingh in 1984; M.Sc(Ag)Entomology (Marks obtained: 63.1%) from the same university in 1985. I joined in the Department of Agricultural Extension on 20.12.1989 after successful completion of the 8th BCS of 1986 (Bangladesh Civil Service) conducted by PSC (Bangladesh Public Service Commission is quasi judicial constitutional body is responsible for the recruitment of civil service servants in Bangladesh government. It was formed by Section 137 of Part IX, Chapter II of the Constitution of Bangladesh.). I am still in that job of BCS Agricultural cadre. Later on, under a departmental scholarship, in 1999 I completed my PhD in Entomology from Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University, Gazipur in collaboration and with the training assistance from the Reading University, UK. This is my personal website. This web link includes: my philosophical life including the reflection of my knowledge, qualifications, skills , opinions, source of happiness, guidance to solve mental problems of young generation including drug addictions, morality, education, mental & physical health, agricultural information, general knowledge, favorite videos , audio songs, video songs, photographs etc. Here is a clear reflection of how we can manage this small life beautifully with everything that we have. In deed, this website is my personal achieve, as well. I have just tried to keep all of my thoughts in one platform, flowing in the river of my whole life. I hope that even in my absence, this personal website can be continued it's flow from time to time with the help of my younger brother, son and daughter. Here is a wonderful combination of agriculture and information technology. Gradually many more innovative and multifarious information will be integrated here. Attempts will be made to meet the urgent needs of all classes of readers with the idea of multi in one. I believe that it will be able to meet the educational issues as well as entertainment issues of all sorts of the visitors. I intend to further update this website based as per opinions received from my well-wishers. You can give any feedback about this personal website to the following email number akhtar62bd@gmail.com. All your opinions and suggestions will be appreciated and your biographical and important writings will be published here with topmost priority. Your valuable comments and suggestions will help me to present this personal website in more sophisticated way. Please use this website personally and tell others to use it and provide your thoughtful feedback. In fact, I have tried to be as neutral as possible when it comes to inserting data here. All my writings here, the virtual documents and information presented, are dedicated to the welfare of human beings irrespective of race, religion, caste, creed, and age. Not for any other purpose ! Nevertheless, I apologize to the my honorable visitors if any of my written or presented information has caused any inconvenience to them . I strongly promise to correct your critical and controversial information. My younger brother, ICT specialist S M Kamruzzaman and his colleagues assisted in the overall technical work including designing, domain registration and hosting of this website. Nextech Ltd provides specialized technical support for website design and reputable Internet Service Provider (ISP) BDCom Online Ltd is responsible for maintaining the website. I am grateful to those two organizations. All responsibilities have been entrusted to my younger brother S M Kamruzzaman to keep this website running in absence of me. The English parts of the menu bar of this website will especially be useful for foreign friends who speak different languages except Bangla. Maintaining this huge personal website alone is a daunting task for me alone, yet I have continued and will be continued to make every effort, every now and then. I eagerly expect your overall cooperation will pave the way for me. Despite the reluctance, if there is any typographical or other error in the data entered here, I hope you will see with a forgiving look. If I get your opinion, those defects can be corrected. Awaiting your thoughtful feedback, please send your feedback by email to akhtar62bd@gmail.com. or Cell No. +8801711884191 (এই ব্যক্তিগত ওয়বসাইট সম্পর্কে আমার মনোকথন:বিগত শতাব্দীর ষাটের দশকের প্রথম প্রহরে ১৯৬২ সালের ৩০ জুন (এসএসসি সনদানুসারে) কুষ্টিয়া সদর উপজেলার দুরবর্তী দুর্বাচারা গ্রামে আমার জন্ম। কুষ্টিয়া জেলা স্কুল থেকে ১৯৭৮ সালে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি (প্রাপ্ত গড় নম্বর: ৭১.৩%), কুষ্টিয়া সরকারী কলেজ থেকে ১৯৮০ সালে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগে এইচএসসি (প্রাপ্ত গড় নম্বর: ৬৪.৩%), ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ১৯৮৪ ও ১৯৮৫ সালে কৃষিতে স্নাতক(সম্মান) (প্রাপ্ত গড় নম্বর: ৬৫.৭% ) ও স্নাতকোত্তর (কীটতত্ত্ব) (প্রাপ্ত গড় নম্বর: ৬৩.১% ) ডিগ্রী শেষে ১৯৮৬ সালের ৮ম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০.১২.১৯৮৯ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাকুরিতে যোগদান করি। এখনও বিসিএস কৃষি ক্যাডারের সেই চাকুরিতে বহাল আছি।পরবর্তীতে বিভাগীয় বৃত্তিতে যুক্তরাজ্যের রেডিং বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশন ও প্রশিক্ষণ সহায়তায় ১৯৯৯ সালে গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কীটতত্ব বিষয়ে পি-এইচ.ডি সম্পন্ন করি। এটি আমার একটা ব্যক্তিগত ওয়েবসাইট। এখান থেকে আমার জ্ঞান, যোগ্যতা, দক্ষতা ও নিজস্ব মতামতের প্রতিফলন সহ আমার গোটা জীবন দর্শন, সুখী হওয়ার সূত্র, মাদকাসক্ত সহ তরুণ তরুণীদের মানসিক সমস্যা সমাধানের দিক নির্দেশনা, নৈতিকতার শিক্ষা, স্বাস্থ্য সহ জীবনধর্মী প্রতিবেদন,কৃষি বিষয়ক তথ্যমালা, সাধারণ জ্ঞান ভাণ্ডার, পছন্দের ভিডিও, অডিও ভিডিও গান এবং ফটোগ্রাফ ইত্যাকার যাবতীয় তথ্য উপাত্ত পাওয়া যাবে। আমাদের যার যা কিছু আছে সেটা নিয়ে কিভাবে ছোট্ট এই জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারি সে সবের স্পষ্ট প্রতিফলন এখানে দেখানো হয়েছে।এটি বস্তুত: আমার এক ধরনের সংগ্রহশালা।আমার গোটা জীবনের সব ধরনের চিন্তা চেতনার নদীতে বহমান সকল কল্লোলকে এখানে একসূত্রে গেঁথে রাখার চেষ্টা করেছি মাত্র। আমি আশা করছি, আমার অবর্তমানেও আমার ছোটভাই, পুত্র ও কনের সহায়তায় আমার এই ব্যক্তিগত ওয়েবসাইটটি কাল থেকে কালান্তরে বহমান থাকতে পারে। স এখানে কৃষি ও তথ্য প্রযুক্তির অপূর্ব সমন্বয় করা হয়েছে। ধীরে ধীরে এখানে আরো অনেক ধরনের উদ্ভাবনী কাজের (Innovation) সমন্বয় করা হবে।একের মধ্যে অনেক (Multi in One) এমন একটা ধারণাকে সামনে নিয়ে সকল শ্রেণির পাঠকের জরুরি চাহিদা পূরণের চেষ্টা করা হবে। শিক্ষণীয় বিষয়ের সাথে সাথে ভিজিটরদের বিনোদনেরও অনেকখানি পূরণ করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। শুভাকাঙ্খী বন্ধুদের মতামতের ভিত্তিতে এই ওয়েবসাইটটি কে আরো আধুনিকায়ন করার ইচ্ছে রয়েছে। আমার এই ব্যক্তিগত ওয়েবসাইট সম্পর্কে আপনার যে কোন মতামত জানাতে পারেন নিচের ইমেইল নম্বরে। আপনার সকল মতামত ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে এবং আপনার জীবনধর্মী লেখাও এখানে গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে। আপনার মূল্যবান মতামত ও পরামর্শ আমার এই ব্যক্তিগত ওয়েবসাইট টিকে আরো বেশী পরিশীলিতভাবে উপস্থাপনে সহায়তা করবে। আপনি নিজে ওয়েবসাইটটি ব্যবহার করুন এবং অন্যকে ব্যবহারের অনুরোধ করুন এবং আপনার সুচিন্তিত মতামত প্রদান করুন। সত্যিকারার্থে এখানে তথ্য উপাত্ত সন্নিবেশের ব্যাপারে আমি সর্বোচ্চ নিরপেক্ষতা অবলম্বনের চেষ্টা করেছি। আমার এখানকার সমস্ত লেখা, উপস্থাপিত ভার্চুয়াল দলিল ও তথ্যাদি , জাতি ধর্ম বর্ণ আবাল বৃদ্ধ বণিতা নারী পুরুষ নির্বিশেষে মানব কল্যাণের জন্যে নিবেদিত; অন্য কোন উদ্দেশ্যে নয়! এতদ্সত্বেও আমার কোন লেখা বা উপস্থাপিত তথ্য কারুর মনবেদনার কারণ হয়ে থাকলে করজোড়ে ক্ষমা চাইছি এবং সমালোচিত ও বিতর্কিত তথ্য উপাত্ত সংশোধনের অঙ্গীকার করছি। এই ওয়েবসাইটির ডিজাইন, ডোমেন রেজিস্ট্রেশন ও হোস্টিং করা সহ সার্বিক কারিগরি কাজে সহায়তা করেছে আমার অনুজ সহোদর, তথ্য প্রযুক্তিবিদ শ ম কামরুজ্জামান ও তার সহকর্মীরা। ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে বিশেষ কারিগরী সহায়তা প্রদান করছে Nextech Ltd এবং ওয়েবসাইটের হোস্টিং সহ এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে প্রথিতযশা ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (ISP) BDCom Online Ltd । এই দুটি প্রতিষ্ঠানের প্রতি আমি কৃতজ্ঞ। আমার অবর্তমানে এই ওয়েবসাইটটি চলমান রাখার জন্যে আমার ছোটভাই কামরুজ্জামানের উপরে সকল দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই ব্যক্তিগত ওয়েবসাইটের মেনুবারের English অংশটুকু বাংলা ভাষা ব্যতিরেকে শুধুমাত্র ভিন্ন ভাষাভাষী বিদেশী বন্ধুদের জন্যে বিশেষভাবে কাজে আসবে। এই বিশাল একটা ব্যক্তিগত ওয়েবসাইট এককভাবে মেইনটেইন করা আমার একার পক্ষে বেশ কষ্টকর কাজ, তবুও এটাকে দর্শক নন্দিত করার ব্যাপারে আমার সকল প্রকারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং থাকবে।আপনাদের সার্বিক সহযোগিতা আমার চলার পথকে সুগম করবে বলে আশা রাখি।অনিচ্ছা সত্বেও এখানে সন্নিবেশিত তথ্য উপাত্তে কোন মুদ্রণ জনিত বা অন্য কোন ত্রুটি থাকলে সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি। আপনাদের মতামত পেলে সেসব ক্রটি বিচ্যুতি সংশোধন করা যাবে। আপনাদের সুচিন্তিত মতামতের প্রতীক্ষায়, প্লিজ akhtar62bd@gmail.com নম্বরের ই-মেইলে আপনার মতামত জানান)।