আমার বহুমাত্রিক লেখালেখি

  • —————————————————————————————–
  • আমি কখনো কোন প্রকার লেখালেখি করিনি। পি-এইচ. ডি শেষ করে যখন বাসায় বসে ছিলাম, তখন সমসাময়িক কিছু বিষয় নিয়ে সে সময়ের জনপ্রিয় পত্রিকা দৈনিক,“সংবাদ” এর চিঠিপত্রের কলামে কিছু লেখালেখি করেছি মাত্র। তবে ভাষাজ্ঞান মোটামুটি ছিল বলে চাকুরি ক্ষেত্রে বিষয় ভিত্তিক বিভিন্ন লেকচার নোট বেশ কিছু তৈরি করেছি। এরপর ফেসবুক চালু হওয়ার পরে ২০১৫ সালের শেষে দিক থেকে বন্ধু বান্ধব এবং ছেলে মেয়ের পুন পুন: অনুরোধে ফেসবুকে সমসমায়িক, বিজ্ঞানভিত্তিক, ধর্মীয় এবং জীবনধর্মী কিছু কিছু বিষয় নিয়ে লিখতে শুরু করি।নিজের বিবেক থেকে যখন যা মনে হয় সেটাই লেখা শুরু করি। ধীরে ধীরে পাঠকপ্রিয়তা বাড়তে থাকে। এখন তো রীতিমত আমার একটা ভাল পাঠক তৈরি হয়েছে, যারা ফেসবুকে আমার লেখা পড়ার জন্যে উদগ্রীব হয়ে থাকেন।আমার সেসব বিদগ্ধ পাঠকের ভাষায় আমি নাকি বেশ ভাল লিখছি। সেইসব ভক্ত পাঠককূলের কেউ নিজ দায়িত্বে আমার লেখা প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন, কেউ আবার আমার লেখাকে শরৎ সাহিত্যের সাথে তুলনা করেছেন, কেউবা তুলনা করেছেন কথা সাহিত্যিক হুমায়ন আহমেদের সাথে। যাহোক আমার সেসব বিভিন্ন বিষয়ভিত্তিক লেখা এখানে তুলে ধরলাম। এখানে আমার লেখাগুলোকে চারটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে প্রকাশ করা হলো। এই চারটে ভিন্ন ক্যাটাগরি হলো:
  • ধর্মীয় লেখালেখি
  • জীবনধর্মী লেখালেখি
  • স্মৃতিচারণমূলক লেখালেখি
  • বিবিধ লেখালেখি
  • আপনার এই লিঙ্কের সাব লিঙ্কে গেলে আমার সেসব লেখাগুলো পড়তে পারবেন।